তানজিম সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে চলাকালীন সাকিব বোতল থেকে কিছু পান করছেন, এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোজা রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে এই তালিকায় নেই পেসার তানজিম হাসান সাকিব। ইফতারের সময় না হলেও মাঠেই কয়েকবার খেতে দেখা যায় তাকে।

ফেসবুকে প্রায়ই ধর্ম নিয়ে নানা কথা শেয়ার করা সাকিব রোজা না রাখায় তোপের মুখে পড়েছেন নেটিজেনবাসীর। বাংলা ক্যালেন্ডারের শেষ ঋতুতে চট্টগ্রামের মতো আর্দ্র এলাকায় রোজা রেখে একদিনের ম্যাচ খেলা সহজ নয়, বিশেষ করে পেসার হিসেবে। ম্যাচ শেষে তাই দলের অনুজ সতীর্থকে আগলে রাখলেন জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম।

পানি খেতে দেখে তানজিমের যারা সমালোচনা করছেন, তাদের প্রসঙ্গে মুশফিক বলেন, 'আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে।

তানজিম সাকিবের মাঠে পানি খাওয়া নিয়ে যা বললেন মুশফিক

ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না।' মুশফিক নিজে রোজা ছিলেন। রোজা রেখেছিলেন রিয়াদও। দুজনই মাঠে থাকাকালে মাগরিবের আজান শুনে ইফতার করেন। তবে তানজিমের রোজা না থাকাকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান মুশফিকের। 'স্বাভাবিক, আজ যেরকম গরম ছিল, ওর জন্য কঠিন। আর ওর ক্র্যাম্প ছিল।

পেস বোলারদের জন্য আরও অনেক কঠিন। রোজা না রেখেও আজ ২-৩ জনের ক্র্যাম্প হচ্ছিল। অনেক কঠিন। একইসাথে যেটা বললাম, এটা যার যার ব্যক্তিগত মতামত।'
Published on March 13, 2024

Previous Post
Next Post
Load comments